God was,is,will
ধুর,,,আল্লাহ বলতে কিছু নেই,,,স্রষ্টা নেই,, যা দেখি না তা বিশ্বাস করি না।
এই ধরনের চুলকানি রোগ যাদের আছে তাদের জন্য এই পোস্ট টি ইনশাল্লাহ মলমের কাজ করবে। আসুন আল্লাহ সম্পর্কে আপনাদের কিছু বলি।
এমন অনেকেই শিক্ষিত এবং বিজ্ঞানমনস্ক আছে যারা স্রষ্টা কে বিশ্বাস করে না। তারা যুক্তি দিয়ে সবকিছু বিচার করে।
আসলে যুক্তি দ্বারা প্রমনিত যে বিশ্বাস তা আসলে খুবই ঠুনকো বিশ্বাস। কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না?? আসুন আপনাকে তাহলে যুক্তি দিয়েই বুঝাই।
এই পৃথিবীর সাথে সূর্য এর সম্পর্ক নিয়ে অনেক কৌতুহল ছিল মানুষের। তাই শুরু থেকেই বিজ্ঞান নানাভাবে এর যোগসূত্র খুজতে থাকে। প্রথম শতাব্দীতে গ্রিক বিজ্ঞানি টলেমি তার থিওরি দ্বারা প্রমান করে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। এই থিওরি বা যুক্তি মানুষ অকপটে বিশ্বাস করে নেয় এবং এই যুক্তি বিজ্ঞানমহলে টিকে ছিল ২৫০ বছর। সে ২৫০ বছরে যত বিজ্ঞ ব্যাক্তি, ডাক্তার,ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী সকলেই এই ভুল বিশ্বাস নিয়ে জন্মেছিল এবং মৃত্যু বরন করে। অথচ যুক্তি দ্বারা প্রমানিত বিশ্বাসটি ছিল ভুল।
এরপর শতাব্দীতে বিজ্ঞানি নিকোলাস কোপারনিকাস টলেমির বিপরীর থিওরি দিয়ে প্রমান করে সূর্য পৃথিবীকে নয় পৃথিবী সূর্য কে প্রদক্ষিন করে। আর সূর্য স্থির থাকে । সেই শতাব্দি তেও একই ভাবে সব মানুষ এই বিশ্বাসনিয়ে জন্মে এবং মারা যায়। অথচ এই থিওরি ও কিন্তু ভুল ছিল। অথচ এই ভুল বিশ্বাস টিও বিজ্ঞান মহলে টিকে ছিল ১০০ বছর।
এখন আধুনিক বিজ্ঞান এই দুই থিওরি কে ভুল প্রমান করে। আধুনিক বিজ্ঞান এর মতে সূর্য স্থির না। সূর্য এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে ঘূর্ণআয়মান।
অতএব যুক্তি দ্বারা যে বিশ্বাস তা চিরন্তন সত্য নয়। হতে পারে তা ভবিষ্যতে আবারো ভুল প্রমান হবে এবং পরিবর্তন হবে।
আর মহান আল্লাহ ১৪০০ বছর আগে যে ঐশী গ্রন্থ আল কুরান প্রেরণ করেছে তা সৃষ্টি হতে আজ অব্দি অপরিবর্তিত এবং নিরভুল। সূরা বাকারার ২য় আয়াতে বলা আছে "এটা (কুরান)তাদের জন্য যারা বিশ্বাস করে।
অতএব যুক্তি দ্বারা প্রমান বিশ্বাস খুবই ঠুনকো। আর যুক্তি ছাড়া বিশ্বাস সবার উপরে।
কেননা মহান আল্লাহ সবকিছুর উপরে। যুক্তি দ্বারা তা প্রমানের অপেক্ষা রাখে না।
সূত্রঃ #_প্যারাডক্সিকাল_সাজিদ_১