Hey! Welcome
Wallet: 0 ৳

ফোনবিডি থেকে কিভাবে আয় করা সম্ভব?

 2 years ago
ফোনবিডি থেকে কিভাবে আয় করা সম্ভব?

আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে সহজে ফোনবিডি থেকে আয় করা সম্বভ। প্রতিটা প্রিমিয়াম ব্লগপোষ্ট করে এই আয় করা যায়।

এর জন্য ফোনবিডিতে আপনার একটা একাউন্ট থাকা লাগবে।ফোনবিডিতে ফ্রিতে একাউন্ট করতে এই লিঙ্কে ক্লিক করুন https://www.phonebd.net/register  আপনার নাম,  ইমেইল-এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সহজেই একাউন্ট করতে পারবেন।ইমেইল ফেরিফাই এর কোন প্রয়োজন নাই।আপনার গুগল একাউন্ট ও ফেইসবুক একাউন্ট ব্যবহার করেও ফ্রিতে একাউন্ট করতে পারবেন।

ফেইসবুককে ব্যবহার করে একাউন্ট করতে গেলে যদি দেখেন লেখা আসছে "Email Not Found!" তাহলে বুঝবেন আপনার কাঙ্ক্ষিত ফেইসবুক একাউন্টে ইমেইল ব্যবহার করে একাউন্ট করা হয় নাই এর জন্য এই লেখা আসছে। সেক্ষেত্রে গুগল অথবা নাম,ইমেইল, পাসওয়ার্ড দিয়ে সহজে একাউন্ট করতে পারবেন।

একাউন্ট তো করলেন এখন কি করবেন?

এখন আপনাকে  "Add Post" বাটন অথবা https://www.phonebd.net/blogs/create এই লিঙ্ক ক্লিক করতে হবে।পোষ্ট করার ফরম আসার পর পোষ্ট টাইপ সিলেক্ট করতে হবে, যদি পোষ্ট করে টাকা আয় করতে চান সেক্ষেত্রে  পোষ্ট টাইপ হবে Premium এবং আর যদি আপনার ঙ্গানকে ফ্রিতে সবার মাঝে ছড়িয়ে দিতে চান তাহলে পোষ্ট টাইপ সিলেক্ট করবেন Free

  • তারপর একটা টাইটেল লিখবেন আপনার পোষ্ট এর সাথে মিল রেখে।যেটা পড়ে ভিজিটর যেন সহজেই বুঝতে পারে,আপনি কি বিষয় পোষ্টটা লিখেছেন।
  • একটা থাম্বনাইল ইমেজ দিবেন আপনার পোষ্ট এর সাথে মিল রেখে।থাম্বনাইল সাইজ ৫৫০ kb এর উপরে যাওয়া যাবে না।
  • তারপর আপনার মূল লিখাটা লিখবেন।অবশ্যই আপনার লিখার কন্টেন্ট এর মান ভালো থাকতে হবে।।মানে যে বিষয় এর উপরে লিখছেন সে বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করা লাগবে
  • এখন "Submit Post" এ ক্লিক করে আপনার পোষ্ট জমা দিতে হবে।ফোনবিডির  একজন প্রতিনিধি আপনার লিখাটা পড়ে এপ্রুভ করে দিবে।আপনার পোষ্ট যদি প্রিমিয়াম হয়ে থাকে সাথে সাথে ফোনবিডির ব্যালেন্স এ আপনার টাকা যোগ হবে।

আপনার যদি আরো কিছু জানার থাকে। আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ