Hey! Welcome
Wallet: 0 ৳

টুথপেষ্ট তেলেসমাতি

 2 years ago
টুথপেষ্ট তেলেসমাতি

আমাদের জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় একটি পন্য হচ্ছে টুথপেস্ট। জীবনে কতবার হয়ত আপনি তা ব্যবহার করেছেন তার সীমা নেই। কিন্তু এই টুথপেস্ট সম্পর্কে রয়েছে আজব এক অজানা মিথ যা শিক্ষনীয় ও বটে। আসুন জেনে নেয়া যাক কি ছিল সে অজানা তথ্য।

কোনো এক সময় এক স্বনামধন্য টুথপেষ্ট কোম্পানি তার বিক্রয়মাত্রা বৃদ্ধির জন্য মরিয়া হয়ে ওঠে। সকল প্রকার প্রচার প্রচারনার মাধ্যমেও তা সম্ভব হচ্ছিল না। কোম্পানি তার অধীনস্হ সকল সদস্যকে  এ বিষয়ে অবহিত করে এবং এর একটি সুরাহা বের করার নির্দেশ দেয়। অনেক বিচার বিবেচনা গবেষনার পর ও কোম্পানি তার বিক্রয়মাত্রা বাড়াতে পারছিল না।

কোমপানি বিভিন্ন নতুন প্রোগ্রাম যেমন ক্যাম্পেইন,কনজ্যুমার অফার,রিটেইলার প্রফিট মারজিন ইত্যাদি সব প্রচেষ্টা চালানোর পর ও প্রত্যাশিত ফল পায় না। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রচারনার মাধমে এ সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় বহিরাগত একজন আগন্তুকের আগমন ঘটে এবং তার বক্তব্য ছিল এরুপ যে তার কাছে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বিক্রয় মাত্রা ৪০ শতাংশ বৃদ্ধির উপায় আছে। কিন্তু এ উপায় ক্রয়ের জন্য কোম্পানি কে গুনতে হবে পুরো ১ লক্ষ ডলার। এবার কোম্পানির সকল উচ্চ পদস্থ ব্যাক্তি রা নড়ে চড়ে বসেন। তারা তার কাছে এক সপ্তাহ সময় চায় সিদ্ধান্ত গ্রহনের জন্য। অতঃপর তারা তারা ১লক্ষ ডলার প্রদানের সিদ্ধান্ত নেয় এবং উক্ত ব্যক্তির নিকট গমন করে। সে ব্যাক্তি তাদের একটি কাগজ দেয় যাতে ইংরেজী তে মাত্র ৪ টা শব্দ লিখা ছিল। কি ছিল সেই ৪ টা মাত্র শব্দ যা রাতারাতি সেই কোম্পানির টুথপেষ্ট বিক্রয় মাত্রা বাড়িয়ে দেয় বহুগুন।

আসলে তাতে লিখা ছিল

Make The Hole Bigger

খুবই সহজ সমাধান। তখন টুথপেষ্ট এর মুখ এর সাইজ ছিল ৫মি.মি যা পরবর্তীতে বাড়িয়ে ৬-৬.৫ মি.মি বানিয়ে দেয়া হয়। এর ফলে যে মজার ব্যাপার টি ঘটে তা হচ্ছে ভোক্তাগনের টুথপেষ্ট ব্যবহার বেড়ে যায়। কেননা চাপ দেয়া মাত্র টিউব হতে বেশি মাত্রায় টুথপেষ্ট বের হওয়া শুরু হয়। এভাবেই একটি সহজ উপায় অবলম্বনের মাধ্যমে বিক্রয়মাত্রা বেড়ে যায় বহুগুন।